কাালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান নামের এক ব্যক্তি প্রতিবেশীর দেিয়র কুপে নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে। সে সফিপুর মালেক স্পিনিং কারখানা চাকুরী করেন।
অভিযুক্ত প্রতিবেশী হলেন একই এলাকার শামসুল মন্ডলের ছেলে লিয়াকত আলী। পেষায় একজন র্গামেন্টস র্কমী ।
স্থানীয়রা ,নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে প্রতিবেশী লিয়াকতের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে একপর্যায়ে হাতে থাকা দাঁড়ালো অস্ত্র দিয়ে খলিলুর এর বাম পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় আহত ব্যক্তির ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে দ্রুত ঘটনাস্থল থেকে ঘাতক লিয়াকত পালিয়ে যায়। পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঐ ব্যক্তির শারিরিক অবস্থা বেগতিক দেখে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দর রাজ্জাক বাদী হয়ে শনিবার সকালে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(তদন্ত) সাব্বির রহমান জানান হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন ।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।