কালিয়াকৈর
Mission 90 News
Send an email
নভেম্বর ২৭, ২০২৩সর্বশেষ আপডেট নভেম্বর ২৭, ২০২৩
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা লাল মাঠ এলাকা থেকে সোমবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে মৌচাক ফাড়িঁ পুলিশ। তবে এখনো নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক ফাড়িঁ পুলিশের ইনর্চাজ সাইফুল ইসলাম জানান সন্ধ্যার দিকে মৌচাক কলাবাধা লাল মাঠ এলাকায় পচা ডুবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় সনাক্তের চেষ্ঠা চলছে। নিহতের পরনে হলুদ চেক র্শাট ও কালো জিন্সের পেন্ট আছে ।ধারনা করা হচ্ছে হত্যাজনিত ঘটনা হতে পারে।