গত চার দিনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনায় ও বিএনপির সমাবেশ কে ঘিরে মহাসড়ক ফাঁকা
পুনম শাহরীয়ার ঋতু গাজীপুর, প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় শনিবার সকালে বিএনপির সমাবেশ কে ঘিরে এবং বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের গত চার দিনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে গাড়ি ভাংচুর , কারখানা ভাঙচুর ও অগ্নি সংযোগ এর ঘটনায় শনিবার সকাল থেকেই মহাসড়ক অনেকটাই ফাঁকা।
দূরপাল্লার যানবাহন অনেকটাই কম দেখা গেছে। এদিকে সকালে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা গেছে যানবাহনের জন্য অপেক্ষা করতে। এদিকে দূরপাল্লার সহ লোকাল যানবাহন গুলো কম থাকায় ভোগান্তিতে পড়েছে পথচারী এবং বিভিন্ন কর্মস্থলের শ্রমিকরা। চন্দ্র এলাকাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা স্বার্থে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করতে দেখা গেছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক ফয়সাল আহমেদ জানান ঢাকার সমাবেশকে ঘিরে নাশকতা এড়াতে এই নিরাপত্তা তল্লাশি এছাড়াও কোন প্রকার অবৈধ অস্ত্র গোলাবারুদ যাতে বহন না করতে পারে সেজন্যই যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।