
“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিডিইউ ব্লাড ডোনেশন স্যোসাইটি এর আয়োজনে গাজীপুরের কালিয়াকৈরে সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনির্ভাসিটি একাডেমিক ভবনে দিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিডিইউর এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে বিনামূল্যে এই রক্তের গ্রুপ নির্ণয় আয়োজন করা হয়।
উল্লেখ্য: পহেলা জানুয়ারি থেকে মানবতার সেবায় বিডিইউ ব্লাড ডোনেশন স্যোসাইটি নামের এই সেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু। ইতিমধ্যে কালিয়াকৈর উপজেলাসহ আসে পাশের বিভিন্ন হাসপাতালে গত দুই মাসে প্রায় (৩০) ত্রিশ ব্যাগ রক্ত অসহায় মুর্মূষ রোগীদের মাঝে দান করা হরেছে এবং ভবিষ্যতে এই ধরনের র্কাযক্রম অব্যহত রেখে আরো বড়োসরো আয়োজনের কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোগতা তথ্য প্রযুক্তি বিভাগের প্রথম ব্যাচ এর শিক্ষার্থী আব্দুল হাসিব।
এছাড়াও এই সংগঠনটির সাথে যুক্ত আছেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ফারহানা এ্যামি, অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আছে আবু সালেহ, আনারুল ইসলাম, প্লাবন রহমান, তৌফিক হাসান তুষার, তাসমিরা অরনী, মেহেদি হাসান শিশির, প্রিতম, মেজবাহ, মিতুসহ আরো অনেকে।