গাজীপুরের কালিয়াকৈর পৌর বাজার এলাকায় জেলা পরিষদ ডাক বাংলোর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড: আকম মোজাম্মেল হক এমপি।
রবিবার সকালে কালিয়াকৈর পৌরসভার বাজারের কাঠপট্টি এলাকায় জেলা পরিষদ ডাক বাংলোর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈরে থানা ইনচার্জ (তদন্ত) আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয় সহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।