“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতি পাদ্যকে সামনে রেখে কালিয়াকৈরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে সহকারী ভূমি কমিশনার জামাল হোসনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব কুমার দাশ, ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাকসুদুর রহমান ও উপজেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তারাসহ উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ।
আলোচনা সভায় দুর্যোগ প্রস্তুতির নানা বিষয়ে আলোচনা করা হয়। এবং একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ এর সামনে থেকে শুর হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ এর সামনে এসে শেষ হয়।