কালিয়াকৈরে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড ও ডাকাতি প্রতিরোধে গাজীপুর রিজিয়নের সালনা হাইওয়ে থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সালনা হাইওয়ে পুলিশ বক্সের পাশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালনা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: ফিরোজ হোসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আলী আহমদ খান, অতিরিক্ত পুলিশ সুপার কাদের জিলানী, সাভার হাইওয়ে পুলিশ ইনচার্জ আতিকুর রহমান, মির্জাপুর গোড়াই হাইওয়ে পুলিশ ইনচার্জ আব্দুল আজিজ, দৈনিক যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি সরকার আবদুল আলীম, গাজীপুর পরিবহন কার্যকারী সদস্য আবদুল আওয়াল,কালিয়াকৈর পরিবহন সমিতির সাধারণ সম্পাদক জসিম দেওয়ান, মহাখালী বাসস্ট্যান্ড রোড কমিটির সাধারণ সম্পাদক মালেক মিয়াসহ প্রমূখ।
এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা টু গাজীপুর ও চন্দ্রা টু নবীনগর, চন্দ্রা টু টাঙ্গাইল মহাসড়কে সকল প্রকার চুরি ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড ও ডাকাতি প্রতিরোধে পরিবহন সংশ্লিষ্ট মালিক, চালক ও হেলপার এবং অন্যন্য শ্রমিকবৃন্দসহ উপস্থিত পথ যাত্রীদের সাথে মতবিনিময় কালে নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।
সম্প্রতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী বেশে, গাড়ি চালক সেজে ও নানা পন্থায় ডাকাতির ঘটনা ঘটেছে। অপরদিকে সন্ধ্যা থেকে রাত যত গভীর হয়। মহাসড়কে পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করে। তখন দুর পাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রী ও পথচারীরা যেন সেই ডাকাতির সাথে জরিত অপরাধীদের কাছে জিম্মি হয়ে যায়। এইসব অপরাধ বন্ধে পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক চালকদের সাথে আলোচনা করা হয়।
এ সময় ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশ সকলের কাছে সকল প্রকার সহযোগিতা চেয়ে তথ্য দিয়ে পাশে থাকার আহবান জানান। সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ যানবাহন মালিক ও শ্রমিক চালক বৃন্দ।