গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মৌচাক বাস-স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার মৌচাকের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের দাবিতে এতে প্রায় স্কুল কলেজের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এদিকে মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়সহ আশেপাশের অনেক স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরে মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ২০ অবরোধ করে রাখে। এ সময় খবর পেয়ে সালনা হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছাত্র ছাত্রীদের বুজিয়ে শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি