তৃতীয় ধাপের পৌরসভা ও ইউপি নির্বাচনে কালিয়াকৈরে ভোট গ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৮টা থেকে উৎসব মূখর পরিবেশে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নে।
ভোট কেন্দ্রে স্বাভাবিক হলেও কেন্দ্রের বাহিরে চলছে বিভিন্ন প্রার্থী নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল ১০টার দিকে সফিপুর কেন্দ্রে নৌকা মার্কার সাথে বিদ্রোহী প্রার্থীর লোকজনের সাথে সংঘর্ষ হয়। পরে, পুলিশ কেন্দ্র থেকে দু’প্রার্থীর নেতাকর্মীদের ধাওয়া দেয়।
সকাল থেকেই পুরুষ ভোটারের পাশাপাশি ব্যাপক মহিলা ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে বিভিন্ন ভোট কেন্দ্রের বাহিরে প্রবেশ মুখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের ছোটখাট মিছিল করতে দেখা গেছে।