আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভার ৯নং ওয়ার্ডের মেহেদী হাসান (ডালিম প্রতীক) নামের এক কাউন্সিলর প্রার্থীকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
তবে তাকে সর্বাত্বক কোথাও খোঁজে না পেয়ে অবশেষে পাড়া-মহল্লায় মাইকিং করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার।
নিখোঁজ কাউন্সিলর প্রার্থী হলেন, কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (৪০)।
নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেহেদী হাসান। তিনি সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার সফিপুর পূর্বপাড়া এলাকার তার বাড়ি থেকে মসজিদের যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরে পাড়া-মহল্লায় মাইকিং করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে ঐ কাউন্সিলের স্ত্রী জানান, ২৫ নভেম্বর ভোরে মসজিদে নামাজ পড়তে গেলে আর ফিরে আসেনি। এদিকে অপরিচিত কিছু লোকজন ইদানিং প্রায় সময় নাকি মেহেদী হাসানের দলের কর্মী পরিচয় দিয়ে বাসায় নানা বিষয়ে খোজ খবর নিতে আসতো এবং ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার পথে মেহেদীর সন্তান কিনা জিজ্ঞেস করলে ছেলে মেয়েরা বাসায় এসে বললেন ভয়ে সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয়।
তাকে না পেয়ে তার পরিবার ও কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ আর হতাশা বিরাজ করছে।
এ ঘটনায় ওই কাউন্সিলর প্রার্থীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে ওই কাউন্সিলর প্রার্থীকে খুঁজে না পেয়ে হতাশায় ভুগছেন তার পরিবার ও কর্মী-সমর্থকরা। এ ঘটনার পর থানা পুলিশ ও ডিবি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।