আসন্ন ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে রেজাউল করিম রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে পৌরসভার ৮নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বোর্ডমিল সাহেব পাড়া এলাকায় ফুটবল খেলার মাঠে পৌরসভার ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আদম আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেনের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর আ’লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওহাব মিয়া, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি হাসিনা খালেক, যুব মহিলা লীগের আহ্বায়ক ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুপালী রুপা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিরু মিয়া, পৌর মহিলা আ’লীগের সভাপতি ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাজমা বেগম, পৌর আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তুষার, মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হোসেনসহ প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন, পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মান্নান সিকদার, কাউন্সিলর পদপ্রার্থী বাবুল সিকদার, কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফা, কাউন্সিলর পদপ্রার্থী ইন্জিনিয়ার নুরে আলম।
এসময় উপস্থিত বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হিসেবে রেজাউল করিম রাসেলকে মুল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ৮নং ওয়ার্ড আ’লীগসহ সকল জন সাধারণ।