কালিয়াকৈরে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে সালনা হাইওয়ে থানার পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার বিশ্বাস পাড়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে স্টারলিং লিমিটেডের সামনে সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের স্টারলিং এক নাম্বার গেইটের সামনে সড়ক পারাপারের সময় চন্দ্রা থেকে ছেরে আসা গাজীপুরগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রী বাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরনে ছিলো নেভিব্লু টি সার্ট, সাদাকালো চেক শার্ট ও চেক লুঙ্গি। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার উপ পরিদর্শক আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।