“জয় পরাজয় বড় কথা নয়, সব সময় বিপদে আপদে গরীব দুস্থ অসহায় মানুষের পাশে আছি।” বললেন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও আজিজুল ইসলাম।
তিনি আরো জানিয়েছেন, “বিগত ১০ টি বছর ধরে সামাজিক অব-কাঠামো গঠনে নিঃস্বার্থ ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে জয়যুক্ত হতে পারি তাহলে সাধারণ মানুষের পাশে থেকে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করবো এবং আসন্ন ২৮ নভেম্বর পৌরসভা নির্বাচনে মানুষ যদি আমাকে জয়যুক্ত করে তাহলে এই ওয়ার্ডের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাদি ও অসমাপ্ত কাজ গুলো রয়েছে তা বিজয়ী হলে কাজ গুলো সমাপ্ত করে এক আদর্শ রোল মডেল ওয়ার্ড গঠন করার লক্ষ্যে কাজ করে যাবো।”
ইতি মধ্যে ৭নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লার জমে উঠেছে নির্বাচনী আমেজ। এবার উটপাখি মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছেন।প্রতিটি অলিগলিতে দেখা গেছে উটপাখি মার্কার বেনার ফেস্টুন।
এ বিষয়ে ৭নং ওয়ার্ড বাসীরা জানান, আমরা একটা আদর্শ ওয়ার্ড চাই। আর এই উন্নয়ন একমাত্র জনদরদী সমাজ সেবক আজিজুল ইসলামের পক্ষে সম্ভব।