ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাস্থ বাড়ইপাড়া জুম্বাঘর নামক এলাকায় মোটর সাইকেল সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৫২) ও মাসুদ রানা বাবু (২৬) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার রাতে আটটার দিকে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রাস্থ বাড়ই পাড়া জুম্বাঘর নামক এলাকায় চন্দ্রা থেকে কবিরপুর যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা ব্যটারী চালিত ভ্যান রিক্সাকে সাইট দিতে গিয়ে বেপরোয়া গতিতে আসা মোটর সাইকেল পাশে থাকা এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পথচারী নুর ইসলামের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় চালক মাসুদ রানা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নুর ইসলামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার মাটিলা গ্রামে। অপর ব্যক্তি উপজেলার পশ্চিম চান্দরা এলাকার পারভেজ মিয়ার ছেলে।
পরে খবর পেয়ে সালনা হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সালনা হাইওয়ে থানার মুন্সি মাজেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে নিহতদের আত্মীয় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।