বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মেহনা টিভির ১২ বছর পূর্তি উপলক্ষ্যে, কালিয়াকৈরে মোহনা টিভির উপজেলা প্রতিনিধি আলহাজ্ব হোসেনের আয়োজনে বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় পুরাতন প্রেসক্লাবে কেক কাটা শেষে আনন্দ শোভা যাত্রা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রাসেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সরকার আবদুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মেহেদীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।