আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে চুড়ান্ত ভাবে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ৪ নভেম্বর যাচাই বাছাই শেষে তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিসার। এ দিকে নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন পাড়া-মহল্লায় ভোট প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছেন।
এরই মধ্যে শুক্রবার, সারাদিন ব্যাপী পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সারোয়ার হোসেন আকুল নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি এ সময় জানান, ১০ বছর একটানা কাউন্সিলর ছিলেন। তিনি ওয়ার্ড বাসীর সেবায় নিজেকে সব সময় চেষ্টা করেছেন ওয়ার্ড বাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করে মানুষ পাশে থেকে তাদের জন্য কাজ করার।
অপরদিকে সাহেবপাড়া এলাকার কারখানায় কর্মরত শ্রমিকদের ছেলে মেয়ের কথা চিন্তা করে একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগ নেয়া হয়েছে। জমি অধিগ্রহণের কাজ চলছে। এতিম বাচ্চাদের জন্য একটি মাদ্রাসা তৈরি করা হয়েছে। মাদক থেকে যুবকদের দুরে রাখতে স্থাপন করা হয়েছে খেলার মাঠ।
এরই ধারাবাহিকতায় পুনরায় যদি নির্বাচিত হয়, তাহলে পৌরসভার এই ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে তৈরে করতে সকলের প্রতি ২৮ তারিখে পৌর নির্বাচনে মূল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করে, ওয়ার্ডে যে অসমাপ্ত কাজ গুলো আাছে সেটা নির্বাচনে জয়ী হলে সমাধান করার আশ্বাস দেন।