আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলার সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল মাজিদ সুলতানী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আল আমিন খান, মুফতি মোরশেদ হোসাইন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ আজিজুল হক প্রমুখ। পরে র্যালিটি ঢাকার টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সফিপুর বাজার তানহা হাসপাতালের সামনে এসে শেষ হয়।