আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই দিনেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার সকালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্সের শতাধিক শ্রমিক। এসময় বন্ধ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
এসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন। জানা যায়, গত বছরের শেষের দিকে নানা জটিলতায় কারখানাটি বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। সেসময় দফায় দফায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আন্দোলন বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে।
কারখানার উপ ব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদ নোটিশের মাধ্যমে জানান, নানা জটিলতায় কারখানার ওয়াশিং প্ল্যান্টের শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২৮ এপ্রিল পরিশোধ করা হবে। পরবর্তী ধার্য্য তারিখে পুনরায় আবারও নোটিশ দেয়া হয় আগামী চলতি মাসের ১৫ তারিখ বকেয়া পরিশোধ করবে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বৃহস্পতিবার সকালে কারখানাটির শতাধিক শ্রমিকরা উৎকণ্ঠা নিয়ে কারখানার ফটকে জড়ো হন। এসময় শ্রমিকরা বার বার এমন নোটিশ দেয়ার কারনে হতাশ প্রকাশ করেন।
আন্দোলনরত শ্রমিক সুমি আক্তার জানান, আজ বিশ্ব শ্রমিক দিবস, আমাদের মতো খেটে খাওয়া মানুষের টাকা নিয়ে মালিকপক্ষ কানামাছি খেলছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আমাদের বকেয়া যেন পরিশোধ করা হয় মোবারক হোসেন নামে এক শ্রমিক জানান, কারখানা বন্ধের পর থেকে চাকরি নাই। অনেকগুলো টাকা এখানে আটকে আছে। টাকাগুলো দিলে গ্রামে গিয়ে একটা ট্রাক্টর কিনে জমি চাষাবাদের কাজ করে পেট চালাব।
এ নিয়ে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার উপ ব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও যোগাযোগ সম্ভব হয় । কালিয়াকৈর থানার ওসি ( অপারেশন) মোঃ জোবায়ের জানান শ্রমিকদের পাওয়া টাকা দিতে বার বার এমন নোটিশ প্রদান খুব দুঃখজনক। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত শ্রমিকদের দাবির বিষয়টি সমাধান করা হবে।