কালিয়াকৈর

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশের আলোচনা সভা

বৃহস্পতিবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে কালিয়াকৈর চন্দ্রা পুলিশ বক্সের পাশে গাজীপুর রিজিয়নের সালনা হাইও‌য়ে থানা পু‌লিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী, সালনা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর গোলাম ফারুক, টিআই শাহাদাৎ হোসেন সহ যানবাহন মালিক, শ্রমিক ও যানবাহন সংগঠনের নেতা-কর্মী সহ সাধারণ পথচারী বৃন্দ।

এ দিকে মহাসড়‌কে যানবাহন চলাচল নি‌র্বিঘ্নে রাখ‌তে এরই মধ্যে গত ২৪ ডিসেম্বর ২০২০ হতে ১৯ অক্টোবর ২০২১ পর্যন্ত রিক্সা-১৬৫৭টি, ভ্যান-১৭২টি, ইজিবাইক-৯৩টি, সিএনজি- ৬২টিসহ সর্বমোট ১৯৮৪টি থ্রি- হুইলার আটক করে প্রসিকিউশন দাখিল এবং অন্যান্য পরিবহনের মধ্যে প্রাইভেটকার-৬২৯টি, মাইক্রোবাস- ২৬০টি, মটরসাইকেল- ৬৬ টি, পিকআপ- ৫৪৬টি, ট্রাক- ৪৬১টি, বাস- ৫২০টি, কভারভ্যান- ৩৪৮টি, লংভেহিক্যাল- ০১টিসহ মোট ২৮৩১টি প্রসিকিউশন দাখিলসহ সর্বমোট প্রসিকিউশন দাখিলের সংখ্যা-৪৮১৫ টি। উ‌ল্লেখ যে, সর্বমোট জরিমানা- ১,২৬,৫৭,০০০/- (এক কো‌টি ছা‌ব্বিশ লক্ষ সাতান্ন হাজার)

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান, মহাসড়কে অযান্ত্রিক  যানচলাচল বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker