বৃহস্পতিবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে কালিয়াকৈর চন্দ্রা পুলিশ বক্সের পাশে গাজীপুর রিজিয়নের সালনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী, সালনা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর গোলাম ফারুক, টিআই শাহাদাৎ হোসেন সহ যানবাহন মালিক, শ্রমিক ও যানবাহন সংগঠনের নেতা-কর্মী সহ সাধারণ পথচারী বৃন্দ।
এ দিকে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্নে রাখতে এরই মধ্যে গত ২৪ ডিসেম্বর ২০২০ হতে ১৯ অক্টোবর ২০২১ পর্যন্ত রিক্সা-১৬৫৭টি, ভ্যান-১৭২টি, ইজিবাইক-৯৩টি, সিএনজি- ৬২টিসহ সর্বমোট ১৯৮৪টি থ্রি- হুইলার আটক করে প্রসিকিউশন দাখিল এবং অন্যান্য পরিবহনের মধ্যে প্রাইভেটকার-৬২৯টি, মাইক্রোবাস- ২৬০টি, মটরসাইকেল- ৬৬ টি, পিকআপ- ৫৪৬টি, ট্রাক- ৪৬১টি, বাস- ৫২০টি, কভারভ্যান- ৩৪৮টি, লংভেহিক্যাল- ০১টিসহ মোট ২৮৩১টি প্রসিকিউশন দাখিলসহ সর্বমোট প্রসিকিউশন দাখিলের সংখ্যা-৪৮১৫ টি। উল্লেখ যে, সর্বমোট জরিমানা- ১,২৬,৫৭,০০০/- (এক কোটি ছাব্বিশ লক্ষ সাতান্ন হাজার)
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান, মহাসড়কে অযান্ত্রিক যানচলাচল বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।