কিশোরগঞ্জ

গোবরের জ্বালানিতে ঝুঁকছেন হাওরাঞ্চলের মানুষ

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সম্প্রতি গ্যাস এবং কাঠের লাকড়ির মূল্য ক্রমশ উর্ধ্বগতির কারণে গোবরের জ্বালানিতে ঝুঁকছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ।

সম্পর্কিত সংবাদ

গ্রামাঞ্চলের বেশিরভাগ পরিবারেই গরু রয়েছে। গরুর গোবর দিয়েই তৈরি হচ্ছে এসব জ্বালানি। বাড়তি খরচ নেই, ছাই পর্যন্ত কাজে লাগে। এজন্য কদর বেড়েছে এসব জ্বালানির।

জেলার নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন ও অস্ট্রগ্রাম উপজেলার বিস্তীর্ণ এলাকা হাওরবেষ্টিত। যুগ যুগ ধরে হাওরাঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে ‘চটা’ ও ‘গুমুট’।

গরুর গোবর, ধানের কুড়া ও খড় আর বাঁশের চটি হলেই তৈরি করা যায় এসব জ্বালানি। প্রথমে ধানের খড় গোল করে বিছিয়ে দুপাশে গোবর লেপন দিয়ে তৈরি হয় চটা। পরে রোদে ভালো করে শুকিয়ে স্তূপ করে রাখা হয়। এরপর এগুলো কেটে টুকরা টুকরা করে চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 

এসব জ্বালানি দিয়ে আগুন ভালো জ্বলে। খাবারেও বাড়তি স্বাদ মেলে। জ্বালানি শেষে এ থেকে বের হওয়া ছাই ফসলের জমিতে ব্যবহার করা হয়। এটি একই সঙ্গে উৎকৃষ্ট সার ও পোকা দমনেও ভূমিকা রাখে।

খোঁজ নিয়ে জানা যায়, এখন গ্রামাঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়েই দেখা মেলে চটা ও গুমুট। বাড়িতে বাড়িতে স্তূপ করে রাখা হয়েছে।

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের গৃহবধুদের দৈনন্দিন রুটিন গোবরের চটা তৈরি করা।বাড়ির পাশে মাঠে,রাস্তার ধারে কিংবা বাড়ির উঠুনে আবার খড়ের ঘরের বেড়াতেও চটা তৈরি করে রাখা হয়েছে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker