মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি:
আসন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র নির্বাচনী উঠান বৈঠক জনসভায় রুপান্তর হয়েছে।
রোববার সকাল ৮টায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রভাবশালী সহ-সভাপতি সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন এর উদ্যোগে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপালপুর হানাফি ঈদগাঁহ মাঠ কানায় কানায় ভরে গিয়ে নির্বাচনী উঠান বৈঠক জনসভায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র ও যুবনেতা কলেজ ছাত্র লীগের জিএস রায়হান রহমতুল্ল্যাহ রিমু। অত্র এলাকার মুরব্বী ব্যবসায়ী আলহাজ্ব আজিজুল হক আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সরদার আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, উপজেলা আওয়ামী যুব লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আকবর আলী, যুব মহিলা লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌসুমি আক্তার মমতা, শহর যুব লীগের সভাপতি মাহাবুব হাসান মিনহাজ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগর, উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য মোবারক হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি ফরিদুল ইসলাম। জনসভায় বক্তারা এক বাক্যে তাদের প্রিয় নেতা প্রিয় ভাই রায়হান রহমতুল্ল্যাহ রিমু’কে সকলের মুল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন বলে অভিমত ব্যক্ত করেন এবং উপস্থিত প্রায় ২ হাজার ভোটার কর্মী সমর্থক হাত তুলে সমর্থন জানান।