তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল ব্যবসায়ীকে হত্যা করেছে দুই যুবক। নিহত ঐ হোটেল ব্যবসায়ীর নাম মিনহাজ উদ্দিন (৫০)। দীর্ঘদিন যাবত মদিনা রেষ্টুরেন্ট নামক একটি খাবার হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিলো।
অভিযুক্ত দুই যুবক একই এলাকার শ্রী অনুকুল সরকার ও আবদুল সামাদের ছেলে।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাহাদুর মধ্যপাড়া দেওয়াইর বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওয়াইর বাজারে মদিনা রেষ্টুরেন্ট নামক এক হোটেল ব্যবসায়ীকে শ্রী রিপন সরকার (২০) ও তুহিন মিয়া (২১) দুই যুবক সিগারেট খাবে সেজন্য হোটেল ব্যবসায়ীর কাছে দিয়াশলাই চাইলে দিয়াশলাই দিতে অস্বীকৃতী জানালে এক পর্যায়ে হোটেল ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিল ঘুসি মারলে ঐ ব্যক্তি অসুস্থ হয়ে পরে এসময় হোটেল ব্যবসায়ীর আত্ম চিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে অভিযুক্ত যুবকরা পরে দেখে দিবে বলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দিনবর স্থানীয় মাতব্বররা ঘটনার বিষয়ে নিস্পত্যি করার চেষ্টা করে ব্যার্থ হয়ে পুলিশে খবর দিলে ঐ দিন বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে আসাদুজ্জামান শুভ বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ইনচার্জ তদন্ত আবদুল বাশার জানান লাশ ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা রজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।