গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকান পাড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সোমবার (১০ জুন) রাতে সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল ও ট্রাক সংঘর্ষে আবু সাঈদ (৩০) মোটরসাইকেল এর চালক নিহত হয়েছেন।
নিহত যুবক হলেন, সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের সামজুদ্দৌহার ছেলে। নিহত ওই যুবক গাজীপুর কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে মোটরসাইকেল পাঠাও চালাতেন।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে চন্দ্রা এলাকা থেকে মটরসাইকেলে করে যাত্রী নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন এমন অবস্থা মৌচাক নিশ্চিন্তপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৪৭৯৬) পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই পাঠাও চালক নিহত হন। পরে খবর কি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় ঘাতক মিনি ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক আটক করা হয়েছে চালক পলাতক রয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন।