পুনম শাহরীয়ার ঋতু গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ট্রেনে কাটা পড়ে মানিক সরকার নামের যুবক নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তি হলেন উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বামনদহ এলাকার গনেষ সরকারের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে ওই যুবক রেলস্টেশনে পাশ দে হাট ছিলেন এ সময় জয়জদপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইল লোকাল ট্রেনের ধাক্কায় যুবক নিহত হয়। পরে গাজীপুর রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই শহিদুল জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে