পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় রবিবার(৬ আগষ্ট) সকালে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুফিপুর আইডিয়াল পাবলিক কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে ্#৩৯;কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩্#৩৯; অনুষ্টিত হয়েছে ।
সফিপুর আইডিয়াল পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুতিষ্ঠ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগম।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্বোধ্য ভাবে নিজেকে উপস্থাপন করোনা। এ সময় প্রফেসর ড. সুফিয়া বেগম আরো বলেন, তোমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে হবে। সভাপতির বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মো. হাবিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে। দেশ ভালো পথে যাবে না মন্দ পথে যাবে, তা তোমাদের উপর নির্ভর করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা রামপ্রসাদ বর্মন সহ অত্র কলেজের সকল প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী সহ কৃতি শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ।