পুনম শাহরীয়ার ঋতু জেলা প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়া এলাকার ঝিকঝাক মাঠ সংলগ্ন সরকারী শালবনের পাশ থেকে গত১৭ জুলাই সকাল ১১ টার দিকে ওমর আলী (৫৩) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার ১০ দিনপর হত্যাকান্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের চিনিরবন্ধর উপজেলার দৌলতপুর গ্রামের মাজেদুল রহমানের ছেলে মাহবুব মিয়া(১৯) সে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও ঢাকা জেলার আশুলিয়া উপজেলার শান্তিপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আজিমুদ্দিন(৩২)
গতকাল বুধবার (২৬ জুলাই) সকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে উপজেলার মোল্লাপাড়া এলাকার লির্বাডি কারখানার সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ । পরে গতকালকেই তাদের গাজীপুর আদালতে পাঠালে দুজনেই হত্যাকান্ডের কথা শিকার করে । পুলিশ সূত্র জানায় ঐদিন হত্যাকান্ডের পর ঐ অটোরিক্সা চালকের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় হত্যাকারীরা পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেও সনাক্ত করে পুলিশ ।
উল্লেখ্য গত ১৭ জুলাই সোমবার সকালে উপজেলার বিশ্বাসপাড়া ঝিকঝাক মাঠ সংলগ্ন গজারি বনের পাশে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে খবর কালিয়াকৈর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত অটোরিকসা চালকের গলাকাটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়। পুলিশের ধারণা ঘটনারদিন রাতের যে কোন সময় তাকে জবাই করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের শরীরে এবং গলায় দারালো অস্ত্রের ক্ষতচিহ্ন রয়েছে।
এদিকে নিহতের মামাতো ভাই হাজী লতিফ সরকার নিহতের পরিচয় সনাক্ত করেন । এ ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকান্ডের মূল রহস্য উদ্ধারে কাজ করছিলেন । এঘটনায় মামলার তদন্ত র্কমর্কতা এস.আই জামিলুর রহমান বলেন নিহতের মোবাইল ঘটনার ১০ দিন হত্যাকারীরা ফেনটি সচল করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয় তারা আদালতে হত্যার কথা শিকার করেছেন ।