পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা খেলার মাঠে মঙ্গলবার(২৫ জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের মৌচাক ইউনিয়ন শাখার ৬নং ওর্য়াডের অর্ন্তগত রাখালিয়াচালা গ্রাম আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
মৌচাক ইউপির ৬নং ওর্য়াড আ’লীগের সভাপতি রুহুল আমিন সরকারের সভাপতিত্বে ও মৌচাক ইউপি আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড.হাবীবুল্লা বেলালীর সঞ্চালনায় উপজেলার মৌচাক রাখালিয়াচালা খেলার
মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অথিতি ছিলেন ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আকম মোজাম্মেলহক এমপি ,বিশেষ অথিতি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মুরাদ কবির,জেলা আ’লীগেরযুগ্ন সাধারন সম্পাদক সিকদার মোশারফ ,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,বীরমুক্তিযুদ্ধা জমির উদ্দিন সরকার ,পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ,সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়.উপজেলা যুব লীগের সভাপতি হিরো মিয়া ।
উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সেলিম আজাদ ,উপজেলা মহিলা আ’লীগেরসভাপতি হাসিনা খালেক ,রফিকুল ইসলাম তুষার.হাবিবুর রহমান সিকদার,মফিজুর রহমান লিটন, নারগীস আক্তার,আলহাজ্বলোকমান হোসেন,সহ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতার্কমীরা ।