পুনম শাহরীয়ার ঋতু জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া দোয়ানীচালা এলাকায় গত ২০ জুলাই মধ্য রাতে স্থানীয় কাঠ
ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনায় সুজন খান(৩২) নামের একজন কে
আটক করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ ।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পলাশতলী গ্রামের ফজলুর রহমান খানের ছেলে । গোপন সংবাদের ভিক্তিতে মৌচাক ফাড়িঁ ইনর্চাজ শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল সোমবার (২৫ জুলাই)
দুপুরে তাকে আটক করে পুলিশ ।
পুলিশ সূত্র জানায় , গতবুধবার মধ্যরাতে মুখোশ পরা ৮ থেকে ১০ জন ডাকাত আনুমানিক রাত ২ টার
দিকে কাঠ ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনাঘটে প্রথমে বাড়ির নিচতলায়
গেইট ভেঙ্গে প্রবেশ করে।২ দ্বিতীয় তলার মেইন গেইট ভেঙে তার শোভার কক্ষে ডোকে মিজানুর রহমান ও
তার স্ত্রী , ছেলে রনি এবং তার মেয়ের হাত পা বেধে ফেলে। ডাকাতরা অস্ত্রেরমুখে এসময় জিম্মি করে
পরিবারের সদস্যদের উপর র্নিযাতন চালায় । এক পর্যায়ে ডাকাতরা বাড়ির কোথায় কী আছে জানতে
চায়। এক পর্যায়ে বাড়ির সবকিছু তছনছ করে ডাকাত দলের সদস্যরা। এসময় আলমারি থেকে নগদ ৮ লাখ
টাকা এবং আলমারির ড্রয়ার থেকে আরও ৯ ভরি সোনা লুট করে ডাকাতরা পালিয়ে যায় ।
এ ঘটনার পর থেকেই নরেচেও বসে পুলিশ প্রশাসন পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে একজন কে আটক
করে । ঘটনার সত্যতা নিশ্চিত করে ।
মৌচাক ফাড়িঁ ইনর্চাজ শহিদুল ইসলাম পিপিএম জানান ডাকাতির ঘটনার পর থেকেই পুলিশ জরিত ব্যক্তিদের গ্রেফতারে সৌচ্চার ছিলো গতকাল।
দুপুর ১২ টার দিকে একজন কে আটক করা হয় ।এবং অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান
চলছে । আটককৃত সুজন খানকে আজ দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।