পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ জোড়াপাম্প খেলার মাঠে বৃহস্পতিবার বিকালে পৌর ৭নং ওর্য়াড কাউন্সিলর খাত্তা মোল্লার প্রতিশ্রতি মূলক প্রতিবছর নিজ খরচে ৫ জন্য মুসলিম ব্যক্তিকে প্রবিত্র উমরা হজ্ব পালনে প্রবিত্র কাবা শরীফে পাঠানোর জন্য লটারীর মাধ্যমে ১০ জন ব্যাক্তি উমরা হজ্বে ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডবশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব রকিব উদ্দিন দেওয়ান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত উমরা হজ্বের লটারি ড্র ও ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড,আকম মোজাম্মেল হক এমপি,প্রধান আলোচক ছিলেন ফক্বীহুল উম্মাহ শাইখুল হাদীস আলহম্মা মুফতি মিজানুর রহমান সাইদ,মুফতি ফরিদ উদ্দিন আল মোবারক ,বিশেষ অথিতি ছিলেন পৌর
মেয়র মজিবুর রহমান,উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,পৌর প্যানেল মেয়র ও ৭নং ওর্য়াড কাউন্সিলর খাত্তাব মোল্লা প্রমূখ।
পরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর উপস্থিতিতে লটারীতে অংশ নেয়া ৫৬০০ জনের মধ্যে ড্রয়ের মাধ্যমে ৬জন মহিলা ও ৪ জন পুরুষ র্নিবাচিত হয় উমরা হজ্ব পালনের জন্য ।লটারীতে জয়ীরা হলেন নাসির উদ্দিন,মনিরুজ্জামান,আমিনুল ইসলাম ,এরশাদ উদ্দিন,সাইফুল রহমান .রোকেয়া বেগম,সালেহা আক্তার,দোলেনা আক্তার ,রহিমা বেগম,নাসিমা বেগম,মুনিরা কুলসুম ।