পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ জোরা পাম্প এলাকায় ঢাকা টাঙ্গাইল মহসড়কের পাশে মদিনা গার্মেন্টস এর সামনে বুধবার সকালে সাড়ে সাতটার দিকে সড়ক পারাপারের সময় কারখানার শ্রমিক পরিবহনকারী বাসের ধাক্কায় সাজেদা বেগম (৩০) স্থানীয় লিবার্ডি কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা পিজি হাসপাতালে নিলে হাসপাতালের র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
নিহত ঐ নারী হলেন পাবনার আতাইখুলা উপজেলার কাছারপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী। সে স্বামীর সাথে জোড়াপাম্প এলাকার মিজানুর রহমানের বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে স্থানীয় লিবার্ডি ফ্যাসান নামক তৈরি পোষাক কারখানায় সুইং অপারেটরের কাজ করতেন।
এ ঘটনায় ঘাতক ঐ বাসটিকে আটক করেছে নাওজোর হাইওয়ে পুলিশ। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় সকালে সাড়ে সাতটার দিকে জোড়াপাম্প এলাকার মদিনা গার্মেন্টস সামনের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এর মাঝখানের কাটা পারাপারের সময় চন্দ্রা থেকে ছেড়ে আসা একটি কারখানার শ্রমিক পরিবহনকারী বাস নিয়ন্ত্রন হাড়িয়ে আইলেটে উঠে পরলে ঘটনাস্থলেই ঐ নারী মারাত্বক ভাবে আহত হয় এসময় ঐ নারীর বাম হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা পিজি হাসপাতালে নিলে সেখানকার র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নাওজোর হাইওয়ে থানার উপ পরিদর্শক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালে সড়ক পারাপারের সময় ঐ নারী শ্রমিক আহত হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ।তবে আমরা ঘটনাস্থলে আসার আগেই ঐ নারী শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন