পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক আব্দুল্লা মডেল পাবলিক স্কুল মাঠে মঙ্গলবার(১৭ অক্টোবর) সকালে দিন ব্যাপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচন উপলক্ষে কালিয়াকৈর উপজেলা শাখা,পৌর শাখা,ও গাজীপুর সিটির ১ থেকে ১৮ নং ওর্য়াড র্পযন্ত জাকের পাটির র্নিবাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা জাকের পার্টির সভাপতি এড.এ এন এম মনিরুজ্জামান লাল ভাইয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুয়েল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জাকের পার্টিও কাউন্সিল ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাকের পার্টিও মহাসচিব শামীম হায়দার,অতিরিক্ত মহা সচিব মুরাদ হোসেন জামাল,যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম সাইফি,তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মুফতি কাউসার আহমেদ চাদঁ পুরি ,কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মহিউদ্দিন ফকির,মৎসজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন স¤পাদক দেলোয়ার হোসেন,শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নজরুলইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টিও সকল সহযোগী সংগঠনের নেতার্কমীবৃন্দ।
জাতীয় সংসদ র্নিবাচনে গাজীপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন আব্দুস সালাম দেওয়ান ,সুলতান সিকদার ,মানিক সরকার,আব্দুল আজিজ, মিজানুর রহমান ।পরে কাউন্সিলে উপস্থিত সর্মথকদের ভোটাভোটির মাধ্যমে গাজীপুর ১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে জাকের পার্টি থেকে কালিয়াকৈর পৌর জাকের পার্টির সভাপতি মোঃ মানিক সরকার কে মনোনয়ন দেয়া হয় ।