পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরুয়ু ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের মাঝে রবিবার(১৫ অক্টোবর) সকালে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ও পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো:বশির উদ্দিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা র্কমর্কতা জাকির হোসেন মোল্লা,উপজেলা স্বাস্থ্য পরিবার কল্পনা র্কমর্কতা ডা: মশিউর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস ও ডা: লুৎফর রহমান আজাদ, সহকারী শিক্ষা র্কমর্কতা মশিউর রহমান,মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এম তুষারী,মালেক মেমোরিয়াল র্গালস স্কুলের প্রধান শিক্ষক তাজউদ্দিন খান,চাপাইর বংশিবদন হাই স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন সহ প্রমূখ।এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষার্থীরা ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। পরে পঞ্চম শ্রেনী থেকে নবম শ্রেনী র্পযন্ত সকল কিশোরীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান করা হয় ।