পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিত পুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহন থেকে রবিবার(১৫ অক্টোবর) দুপুরে হেলাল উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে ১ লক্ষ টাকা পকেট কেটে নেয়ার সময় দুই পকেটমার কে হাতে নাতে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সৌর্পদ করেছে জনতা।
ভুক্তভোগী ঐ যাত্রী হলেন টাঙ্গাইল সদর উপজেলার রাগব করড়া গ্রামের মৃত শাহদাত আলীর ছেলে পেশায় মিশুকগাড়ি ব্যবসায়ী। আটককৃতরা হলেন ময়মনসিংহ শহরের কাচিঝুলি ইটাখলা মোড়ের মো: মোয়াজ্জেম হোসেনের ছেলে সাব্বির হোসেন রাজন মিয়া,ও জামালপুরের মেলান্দহ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জালাল উদ্দিন হিরোর ছেলে লালন মিয়া।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় ভুক্তভোগী ঐ যাত্রী উপজেলার চন্দ্রা থেকে আজমেরী পরিবহনে করে ব্যবসায়ীক কাজে টঙ্গী যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবাহি বাসটি উপজেলার মৌচাক নিশ্চত পুর এলাকায় আসলে আটককৃত দুই ব্যক্তি হেলাল উদ্দিনের সাথে থাকা ১ লক্ষ টাকা পেন্টের পকেট কেটে নেয়ার সময় বাসে থাকা অন্যান্য যাত্রীরা ঐ দুইজন কে হাতে নাতে আটক করে গনধোলাই দিয়ে মৌচাক ফাড়িঁতে সৌর্পদ করলে পুলিশ তাদের আটক করে হাজতে রাখে।
এ ঘটনায় ভুক্তভোগী হেলাল জানান আমি মিশুক গাড়ি তৈরি করে বিক্রি করি তাই গাড়ির কিছু মালামাল ক্রয় করার জন্য আজমেরী পরিবহনে করে টঙ্গি যাচ্ছিলাম পথিমধ্যে সফিপুর বাজার পার হয়ে যখন নিশ্চিতপুর বাসটি আসে এসময় আমার পকেটে থাকা ১ লক্ষ টাকা তারা পকেট কেটে নেয়ার সময় তাদেরকে ধরে ফেলি কিন্তু মূর্হতে টাকা তাদের সাথে থাকা অন্য কারো কাছে হস্তান্তর করে দেয় তাই টাকাটা উদ্ধার করতে পারিনি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক ফাড়ি ইনর্চাজ শহিদুল ইসলাম ( পিপিএম)জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ পকেটমার দুইজন কে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।