পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউটস প্রশিক্ষন মাঠে শুত্রæবার(১৩ অক্টোবর) বিকেলে ব্যারিষ্টার সুমন ফুটবল একাদশ বনাম কালিয়াকৈর ফুটবল একাদশের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ব্যারিষ্টার সুমন একাদশকে ২-০ গোলে হারিয়ে কালিয়াকৈর একাদশ বিজয়ী হয়। দুরদুরান্ত থেকে খেলা দেখতে বহু লোকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে এসময় খেলার মাঠ কানায় কানায় ভরে যায়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মমোজাম্মেল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,ব্যারিষ্টার সুমন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ পৌর আ’লীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় ,উপজেলা যুবলীগের সভাপতি হিরো মিয়া,মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকরফিকুল ইমলাম তুষার প্রমুখ।