পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া র্ফাম এলাকায় বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকালে আটাবহ ইউনিয়ন রিকসা ভ্যান মালিক সমবায় সমিতির নামে চাদাঁ বাজির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঐ সমিতির সদস্যরা ও রিকসা ভ্যান চালকরা।
সমিতির সভাপতি আলাউদ্দিন সিরাজি বলেন বাড়ইপাড়া থেকে আটাবহ র্পযন্ত এই র্মকাবহ আঞ্চলিক সড়কে প্রায় দের শতাধিক রিকসা ভ্যান চলাচল করে। আমরা রিকসা ভ্যান মালিক ও চালকরা মিলে একটি সমবায় সমিতি করেছি যার বাৎসরিক চাদা ১০০০ টাকা যা ব্যায় হয় রিকসা চালকদেও উন্নয়ন মূলক কাজে। কিন্তু বাড়ইপাড়া সিএনজি ও মটরযান সমতিতির লোকজন আমাদের এসব চালকদেও কাছে প্রতিদিন জিপির নামে ৩০ থেকে ৫০ টাকা দাবি করে না দিলে বাড়ইপাড়া ষ্ট্যান্ডে উঠতে দেয়না চালকদেও মারধোর সহ গাড়ির চাবি নিয়ে যায়।
এর প্রতিবাদে আমরা সবাই মিলে কালিয়াকৈর থানায় অভিযোগ করি পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের কাছে একটি লিখিত আবেদন করলে তিনি ওসি সাহেব কে বলেন দুই পক্ষকে ডেকে একটি সমাধান করে দিতে। এর প্ররিপ্রেক্ষিতে আপাদত সমাধান না হওয়া পর্যন্ত রিকসা ভ্যান চলাচল বন্ধ রাখতে বলি সদস্যদের।
অপরদিকে বিষয়টি নিয়ে কিছু চালকদে সাথে নিয়ে তাদেরকে ভুলবাল বুঝিয়ে গতকাল গোসাত্রা এলাকায় মিথ্যা অপপ্রচার চালায় সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হুমাউন হোসেন কবির সহ ঐ সমিতির আরো কয়েকজন। তাই এর প্রতিবাদে আমরা আমাদের সমিতির সকল সদস্যদেও নিয়ে প্রতিবাদ জানাই ।আমরা মিথ্যা অপপ্রচার কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
তাছাড়া কয়েকািদন ধরে রিকসা ভ্যান চলাচল করতে দেয়না তারা এদিকে অনেকেই নিতান্ত গরীববাড়ইপাড়া গেলেই চালকদেও তারা মারধোর কওে ।দুইদিন আগেও সফি নামের এক চালক তারা তাদেও সমিতির কক্ষে নিয়ে দুই ঘন্টা আটকে রেখে মারধোর করে। সময় বিক্ষোভ সভায় আরো উপস্থিত ছিলেন রিকসা ভ্যান মালিক সমবায় সমিতির সহ সভাপতি আব্দুর রহমান ,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম,সফিক হোসেন,আশরাফুল ইসলাম পাখি,সুজন মিয়া,সাগর হোসেন,ফিরোজ কবির ,সহ সকল সদস্য ও রিকসা ভ্যান চালক বৃন্দ।