পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নের বড়ইছুটি এলাকায় বুধবার(১১ অক্টোবর)সকালে সামছুল হকের বাড়িতে মহিলা ক্ষমতায়ন প্রকল্প (তথ্য আপা) উঠাক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্প (২য়) অনুষ্ঠিত হয়।
আটাবহ ইউনিয়নের ২ নং ওর্য়াডের মেম্বার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্প (২য়) অনুষ্ঠিত তথ্য আপার উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, তথ্য সেবা কর্মকর্তা সুস্মিতা সরকার, উপজেলা তথ্য সেবা সহকারী কর্মকর্তা রেহানা বেগম। আটাবহ ইউনিয়নের ১,২,৩ এর সংরক্ষিত মহিলা মেম্বার আমেনা খাতুন সহ আরো উপস্থিত ছিলেন এলাকায় উপকার ভোগী নারী ও মহিলা সদস্যরা।