পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধ:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোডমিল এলাকায় শুক্রবার(২২ সেপ্টেম্বর)বিকালে র্পূবচান্দরা স্পোটিং ক্লাবের আয়োজনে র্পূবচান্দরা মিনিবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাইজুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় প্রধান অথিতি ছিলেন কালিয়াকৈর পৌর মেয়র মোঃ মজিবুর রহমান ,বিশেষ অথিতি ছিলেন পৌর প্যানেল মেয়র আহাদ আলী মুন্সি,পৌর ৮নং ওর্য়াড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, কাউন্সিলর খাত্তাব মোল্লা ,মহিলা কাউন্সিলর নাজমা বেগম ,সহ স্থানীয় এলাকাবাসীরা।
এসময় ফাইনাল খেলায় অংশ নেয় র্পূবচান্দরা স্পোটিং ক্লাব বনাম নবীন একাদশ। এদিকে নবীন একাদশ দলকে ০/২ গোলে পরাজিত করে র্পূবচান্দরা স্পোটিং ক্লাব জয়ী হয়। পরে ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন পৌর মেয়র মুজিবুর রহমান ।