পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে স্বারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, ওসি (অপারেশন) জুবায়ের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা আনসার কর্মকর্তা সাজিদুর রহমান, উপজেলা পূজা কমিটির সভাপতি অজিত বাবু, উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবু সাধন রায়, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন। এবার উপজেলার ১৩৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পূজাঁ মন্ডপ কমিটির সদস্যরা ।