গাজীপুরের কালিয়াকৈরে ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলে প্রাঙ্গনে বৃহৎস্পতিবার(১৪ সেপ্টেম্বর) দিন ব্যপি বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
মহুয়া বুক হাউজের আয়োজনে ও ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম তুষারীর সভাপতিতে বইমেলা অনুষ্ঠিত হয়। এসময় বই মেলা বই প্রেমী শিক্ষার্থীরা সহ অভিভাবকদের উপস্থিতিতে ফুলকুড়ি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বই মেলা মূখরিত হয়ে উঠে শিক্ষার্থীদের বই পড়া সহ এসময় নতুন নতুন গল্প,কবিতা,ছড়া,উপন্যাস, ও নানা বিষয়ের বই কিনতে দেখা যায়। ঐ স্কুলের শিক্ষার্থী তায়েব জানান বই মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে।
আমরা জানা অজানা অনেক বই সর্ম্পকে জানতে পেড়েছি। তাছারা পাঠ্য বইয়ের পাশাপাশি অনেক বই পড়া আমাদের প্রয়োজন। ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম তুষারী বলেন পাঠ বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের আরো অন্যান্য বই পড়া প্রয়োজন। এতে করে শিক্ষার্থীদের অনেক ঞ্জ্যান বাড়বে ।তাছাড়া শিক্ষার্থীদের বই পড়াকে উদ্বোব্দ করতেই প্রতি বছর এই বই মেলার আয়োজন করা হয় ।