পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ তালতলী এলাকার মকসবিলে পারিবারিক নৌকা ভ্রমনে গিয়েবৃহস্পতিবার(৩১ আগষ্ট) সন্ধ্যায় বৈদুতিক তারের সাথে নৌকার সংস্পর্শে সিয়াম হোসেন নামের এক যুবক নিখোঁজ হয়েছেন এ ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন ।
আহতদের উদ্ধার করে সফিপুর র্মডান হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলেন উপজেলার মাঝুখান গ্রামের মর্নিং সান স্কুলের পরিচালক সেলিম হোসেনের স্ত্রী আফরোজা আক্তার ঝুমুর ও তার মেয়ে মেঘলা আক্তার,এনামুল কবিরের ছেলে সজিব হোসেন আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম,সিরাজ হোসেনের ছেলে অয়ন মিয়া,সাদেক আলীর ছেলে শাহিন আলম তারা সবাই মাঝুখান গ্রামের বাসিন্দা ও মনিং সান স্কুলের টিচার। স্থানীয়রা ও আহতদের পরিবার সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে মনিং সান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম হোসেন ও তার স্ত্রী সন্তান সহ ঐ স্কুলের টিচাররা সহ পারিবারিক নৌকা ভ্রমনে যায় উপজেলার তালতলী মকসবিলে এসময় আনন্দর্পাক সংলগ্ন মকসবিলের দক্ষিন পাশে এসময় বৈদুতিক ১১ হাজার ভোল্ট তারের সাথে নৌকার সংৎস্পর্ষ ঘটলে মূহতে ৬ জন দগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সফিপুর র্মডান হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সিয়াম হোসেন নামের যুবক নিখোঁজ রয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সাভির্সের কর্মিরা নিখোজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় ঐ প্রতিষ্ঠানের পরিচালক সেলিম হোসেন বলেন বিকালে আমার পরিবার ও স্কুলের শিক্ষকদের নিয়ে মকসবিলে নৌকা ভ্রমনে যাই এদিকে সন্ধ্যার পর একটু অন্ধকার হওয়ায় সামনে থাকা বৈদুতিক ১১ হাজার ভোল্ট তারের সাথে নৌকার সংর্ষে এ ঘটনা ঘটে। কারন বৈদুতিক তারটি একদম নিচে ছিলো। কালিয়াকৈর ফায়ার সার্ভিস র্কমর্কতা ইস্তেকার হোসেন চৈৗধুরী রায়হান বলেন মকসবিলে নৌকা র্দূঘটনায় একজন নিখোঁজ রয়েছে উদ্ধারে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট কাজ করছে আর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।