পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেওে গত বৃহস্পতিবার(২৪আগষ্ট) বিকেলে সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কতৃপয় ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ হাবিবুল হক ঘটনার দিন রাতেই বাদি হয়ে কালিয়াকৈর থানায় কতৃপয় ব্যক্তিদেও বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সে উপজেলার বরিয়াবহ গ্রামের সৈয়দ নুরুল হকের ছেলে।
সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার গোয়ালবাথান এলাকায় সরজমিনে গিয়ে এমনি চিত্র দেখা যায়। স্থানীয়রা ,ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানাযায়, র্দীঘদিন যাবত আরএস খতিয়ান ১৫২ ও আরএস ৭৮০ দাগে ৩০৩ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন হাবিবুল হক। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ঐ এলাকার বাসিন্দা ক্ষিপ্ত হয়ে শহিদুল হক, মজিবুল হকের নেতৃত্বে ১৫ থেকে ১৬জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে জোরর্পূবক জমি দখলের চেষ্টা করে এ সময় ক্ষিপ্ত হয়ে ঐ জমির সীমানা প্রাচীর ও বিভিন্ন প্রজাতির গাছ ভাঙচুর ও কেটে ফেলে তারা। এ সময় জমিদাতাদের খুন যখমের হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। অপরদিকে হামলা চালানোর চেষ্টা করলে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগীরা আইনি সহায়তা পেতে ৯৯৯ ফোন দিলে পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী সৈয়দ হাবিবুল হক জানান, আমার জমিতে বাউন্ডারি এবং গাছ কেটে ফেলেছে শহিদুল ও মজিবুল ও তার সাঙ্গপাঙ্গরা। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি আইন প্রশাসনের কাছে তদন্ততের মাধ্যমে সঠিক বিচার চাই।
ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এস আই) আমজাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে প্রমান পেলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।