পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় শুক্রবার(২৫ আগষ্ট) বিকালে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরী ২৩০০০ টাকা ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন কল কারখানার শ্রমিকরা।
কালিয়াকৈর শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের আয়োজনে ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম,গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আল আমিন মন্ডল ,এডভোকেট আল ইমরান,মান্নান হোসেন.জাহিদ হাসান সহ প্রমূখ। এসময় শ্রমিকজ নেতারা বলেন অত্যবশ্যকীয় পরিষেবার নামে শ্রমিকদের র্ধমঘটের অধিকার হরণের প্রচেষ্ট বন্ধ করা ,লাগামহীন দ্রব্যমুল্যেও উর্ধধগতি নিয়ন্ত্রন,আইএলও কনভেনশন ১৯০ অনুসাক্ষর করা,শ্রমিকদের জন্য রেশন ও আবাসন ব্যবস্থা চালু করা সহ বেতন ২৩০০০ টাকা করার দাবি জানান তারা। বক্তারা আরো বলেন দেশের দ্যব্যমুলের দাম আকাশ ছোয়া যা সাধারন শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাহিরে। র্বতমানে একজন শ্রমিকের বেতন ৮০০০ টাকা এ টাকা নিয়ে র্বতমান বাজারে বেচেঁ থাকা শ্রমিকদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। তাছারা চালের দাম, কাঁচা বাজার ,বাসা বাড়া সব কিছুই বাড়তি। অবিলম্বে বেতন না বাড়ালে শ্রমিকদের বেচে থাকাই কষ্ট কর হয়ে যাবে। মানববন্ধনে এসময় শ্রমিক ফেডারেশনের নেতারা সহ প্রায় দুই শতাধিক শ্রমিকরা এতে অংশ নেয় ।