পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শিলা বৃষ্টি পাম্পের সামনে থেকে বুধবার(২৩ আগষ্ট) সকালে ৯০ বোতল ফেনসিডিল সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়িঁ মংলা বাজার গ্রামের মোস্তফা সরকারের স্ত্রী জাহানারা বেগম ও একই জেলার বিরামপুর উপজেলার মাহমুদ পুর গ্রামের মৃত মজনু রহমানের স্ত্রী রেহেনা খাতুন। পরে আটককৃতদেও বিরুদ্ধে কালিয়াকের থানা বরাতে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর। মামলার এজাহার সূত্রে জানাযায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি পাম্পের সামনে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত)আবুল বাসার বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাদের অভিযান চালিয়ে আটক করে গাজীপুর জেল হাজতে প্রেরন করে ।