পুনম শাহরীয়ার ঋতু’জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির(বিডিইউ) শিক্ষার্থীরা ৩১ দফা আদায়ের দাবিতে গত ২০ আগষ্ট রোববার সকাল ৮ টা থেকে টানা একাডেমিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। কুশ আগস্ট সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনের দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময়ে শিক্ষার্থীদের হাতে দফা মানতে হবে সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে, ইত্যাদি সহ ৩১ দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে ভিসি, প্রো-ভিসি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রশাসনিক ভবনের ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন। সকাল সাড়ে সাতটা থেকে টানা দুপুর একটা পর্যন্ত চলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি।অপরদিকে কর্মসূচি চলাকালীন সময়ে সকালে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করে ভিসি প্রো- ভিসি সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে চলে যান। পরে বিডিইউ্ ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাহ্ধসঢ়;ফুজুল ইসলাম (বিডিইউ্) অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকদের রুদ্ধ দ্বার বৈঠক শেষে দুপুর ১ টার দিকে ভিসি ডক্টর মুহাম্মদ মাহফুজুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন, তিনি এসময় তিনি বলেন শিক্ষার্থীদের ৩১ দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি যৌক্তিক এবং ইতিমধ্যেই ৩১ দফার অনেকগুলো দাবি পূরণ করা হয়েছে। এবং রিটেকের নামে যে ফি নেয়ার দাবি করা হয়েছে সেটা সঠিক নয়। যৌক্তিক দাবি গুলো পর্যায়ক্রমে বিডিইউ’র যারা ছাত্র নেতৃত্বে রয়েছেন তাদের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের বাকি দাবিগুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় ঘটনাস্থলে ভিসি সাথে প্রো- ভিসি সহ (বিডিইউ্#৩৯;)র শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি মীর্জা আবু সাইম বলেন; বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা নানারকম সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন, তিনি বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে সেশন ফি ও অন্যান্য ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি তে সেশন ফি ও অন্যান্য ফি বেসরকারি ইউনিভার্সিটির চাইতে বেশি। বিডিইউ্ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা বলেন দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল ইউনিভার্সিটি অথচ মেয়ে শিক্ষার্থীদের জন্য নেই কোন কমন রুম, শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীদের জন্য কোন ক্যান্টিনের ব্যবস্থা আজও পর্যন্ত করা হয়নি।