পুনম শাহরীয়ার ঋতু জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনির্ভাসিটির একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম, অসুবিধা, অনাচার ক্ষমতার অপব্যবহার, অসম্মানের বিরুদ্ধে সকল ব্যাচের শিক্ষার্থী বৃন্দ ৩১ দফা দাবি আদায়ে রবিবার(২০ আগস্ট) সকালে একাডেমিক ভবনের সামনে ক্লাশ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় সকল ক্লাশ বন্ধ রেখে সকাল ৮ টা থেকে বিডিইউ সকল ব্যাচের শিক্ষার্থী বৃন্দ তাদের ন্যায্য ৩১ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিডিইউর ছাত্রলীগ শাখার সভাপতি মির্জা আবু সাঈদের সভাপতিত্বে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সহ ৩১ দফা দাবি উপস্থাপন করেন বিডিইউর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা, শিক্ষা প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুহতামিম হাওলাদার ,শিক্ষা প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আয়মান আসিফ, বিডিইউ ছাএলীগের সহ – সভাপতি সাদিদ আহমেদ, কর্মী আনোয়ারুল ইসলাম।
এ সময় শিক্ষার্থীরা বলেন দেশের সাময়িক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিস্টার ফি কমানো, স্বচ্ছ হিসাব প্রদান, অবমূল্যায়ন রোধে পরীক্ষার খাতার পরিচয় গোপন রাখা,বর্তমান কোর্স রিটেক পদ্ধতি বাতিল করে পূর্বের পদ্ধতি রাখা, রিটেক ফি গ্রহণ বাতিল করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথ্য কেন্দ্র ও কমনরুমের ব্যবস্থা করা, বাস সার্ভিস পরিবহন ব্যবস্থা চালু করা, শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ ও ল্যাব সুবিধা পুনরায় চালু করা, অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা, শিক্ষক সংকট সমস্যা দূরীকরণ দক্ষ অভিজ্ঞ অধ্যাপক নিযয়োগ করা,নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা সহ ৩১ দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান র্কমসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা আরো বলেন সকাল থেকে আমরা এই গরমে রোদ্র অপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করছি কিন্তু উপার্চায একবারো আশার প্রয়োজন মনে করেনি।
পাশেই পৌরসভার ময়লা ফেলছে প্রতিনিয়ত র্দূগন্ধের কারনে আমরা ক্লাশ করতে পারিন। এ বিষয়ে বার বার বলা সত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এ সময় বিডিইউর শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা আবু সাঈদ বলেন আগষ্টের মাস হলো শোকের মাস। আমরা এই শোকের মাসে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুনামেন্ট এর আয়োজন করেছি কিন্তু আমাদের ক্যাম্পাসের কিছু ছাত্রদের ইন্দনে সেই খেলা উপার্চায মহোদয় বন্ধ করে দিয়েছে। তিনি আরো দুঃখ প্রকাশ করে বলেন বঙ্গবন্ধুর নামে এই বিশ্ববিদ্যালয় অথচ তার নামে টুনামেন্ট ছাড়া হয়েছে সেটা কি কারনে বন্ধ করা হয়েছে সেটা আজো বোধকাম্য নয়। কারা এর সাথে জরিত তারা কি বঙ্গবন্ধুর নামে যে বিশ্ববিদ্যালয় সেটাকে বিতর্কিত করতে চায়। এখানে তো ছাত্রলীগ ছাড়া কোন দল থাকতে পারেনা তাহলে এখানে কি বিএনপি জামায়াত জরিত ।এসময় তিনি আরো বলেন ৩১ দফা দাবি আদায় না হওয়া র্পযন্ত এ অবস্থান র্কমসূচি আমরা চালিয়ে যাবো ।