পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকার স্কয়ার কারখানার সামনে শুক্রবার (১৮ই আগস্ট) দুপুরে মটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তারা বানু নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে সানোয়ার হোসেন।পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী। নিহত ঐ বৃদ্ধা গাজীপুর মহানগরীর টঙ্গী মাছিমপুর এলাকার আব্দুর রউফ মিয়ার স্ত্রী। তিনি তার ছেলের সাথে টাঙ্গাইলের মির্জপুওে যাচ্ছিলেন আত্বীয় বাড়িতে ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, টঙ্গী নিজ বাড়ি থেকে মটরসাইকেল যোগে আহত সানোয়ার হোসেন তার অসুস্থ খালাকে দেখতে মাকে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছিলেন। কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর স্কয়ার ফার্মাসিটিক্যাল কারখানার সামনে পৌঁছালে মহাসড়কের বিপরিত পাশ থেকে একটি ব্যক্তিগত প্রাইভেটকার ইউটার্ণ নিতে নেয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধার মৃত্যু ঘটে। এ সময় মারত্বকভাবে আহত হয় ঐ বৃদ্ধার ছেলে মোটরসাইকেল চালক সানোয়ার হোসেন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে ।ঘটনার পর পরই স্থানীয়রা প্রাইভেটকার ও তার চালককে ধাওয়া করে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশ নিহতের লাশ ও চালক সহ প্রাইভেটকার টিকে উদ্ধার করেছে। নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, চালকসহ প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদীন । নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।