পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদুৎ এলাকায় গতকাল বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে চন্দ্রাগামী কভার্ড ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে স্থানীয় একটি পোষাক তৈরি কারখানার আব্দুল কুদ্দুস(৪৫) নামের প্রোডাকসন ম্যানেজারের মৃত্যু হয়েছে।
নিহত ঐ ব্যক্তি গোপালগজ্ঞের মুকসেদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আকমাল ফকির এর ছেলে। সে উপজেলার মন্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ইকোটেক্স কারখানার ডাইং সেকসনের প্রডাকসন ম্যানেজার হিসেবে কর্তব্যরত ছিলেন।
স্থানীয়রা ,নিহতের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে চন্দ্রা পল্লীবিদুৎ বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইডার লাফিয়ে সড়ক পার হওয়ার সময় চন্দ্রাগামী একটি কার্ভাড ভ্যানের (যার নম্বর চট্রমেট্রো ট-১১-৬৪১৮) এর সামনের চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রন হাড়িয়ে ঐ ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক কার্ভাড ভ্যানটিকে রেখেইে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ ঘটনায় নাওজোর কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন লাশ উদ্ধার করা হয়েছে। কার্ভাড ভ্যানটিকে আটক করা হয়েছে।
চালক পলাতক তবে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর প্রক্রিয়াদীন ।