পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরের গাজীপুর জেলার সদ্য যোগদান কৃত জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ শফিকুল ইসলাম এর সাথে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃহস্পতিবার(১০ আগষ্ট) সকালে উপজেলার জন প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এর আগে আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যম কর্মী সুশীল সমাজের প্রতিনিধি জন প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন।
বক্তারা গাজীপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে পাশাপাশি কালিয়াকৈররের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসককে অনুরোধ জানান। এবং জেলা প্রশাসককে সকল কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন রানা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার পৌর মেয়র মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) অনিন্দ্য গুহ, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরীন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে আজিবুর রহমান, সহ প্রমূখ।
মতবিনিময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ তার সমাপনী বক্তব্য বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কিন্তু দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যেই সেই অর্জন সম্ভব। পরে অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, মহিলাদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের চেক প্রদান করা হয় ।