পুনম শাহরীয়ার ঋতু জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আলহাজ ব্যপারীর বাসা থেকে শুক্রবার২৮ জুলাই বিকালে রাশিদা বেগম ৩২ নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সে ঘরের ফানের সাথে উরনা পেচিয়ে আত্মহত্যা করেন। নিহত ঐ নারী আলহাজ্ব ব্যপারীর বাসায় ভাড়া থেকে স্থানীয় এপেক্স ফুডওয়্যার লিমিটেড নামক জুতা তৈরি কারখানার সুইং অপারেটর ছিলেন। নিহত নারী হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার জাঙ্গালীয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় ১৫ বছর আগে যশোর জেলার মিঠু মিয়ার সাথে প্রেম করে বিয়ে হয় বিয়ের পর থেকেই নানা সময় তাদের পারিবারিক ঝগরা লেগেই থাকতো ।তাদের ঘরে মিম আক্তার ১৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবার সে এসএসসি পরিক্ষায় পাশ করেছে। কিন্তু স্বামীর সাথে সর্ম্পক ভালো না থাকায় ৭ বছর যাবত তারা আলাদা থাকে।
নিহত রাসিদা ১৮ বছর যাবত জুতা তৈরি কারখানায় চাকুরী করতেন। বাসার অন্যন্য ভাড়াটিয়ারা জানান শুক্রবার কারখানা সাপ্তাহিক বন্ধ থাকায় তিনি বাড়িতেই ছিলেন কিন্তু ঘুম থেকে উঠতে দেরি দেখে পাশের রুমের রুমা বেগম নামের আরেক ভাড়াটিয়া দুপুর ১২ টার সময় দরজায় ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঐ নারী ফ্যানের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এসময় ঐ নারীর ঘরের দরজায় বেতর থেকে তালাবদ্ব ছিলো পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে ।ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয় লাশ। এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত অফিসার আবুল বাসার জানান খবর পেয়ে ঐ নারীর ঘরের দরজার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। ঐ নারী গলার উড়না ফ্যানের সাথে পেচিয়ে আত্মহত্যা করেছে ।তবে কি কারনে আত্মহত্যা করেছে সেটা যানা যায়নি।