পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উজেলার আটাবহ ইউনিয়নের বলিয়াদি এলাকা থেকে হাবিবা বেগম (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সে উপজেলার আটাবহ বলিয়াদি গ্রামের দুলাল হোসেনের স্ত্রী ও একই এলাকার রমজান আলীর মেয়ে।
এ ঘটনায় নিহতের স্বামী দুলাল হোসেন কে জিঞ্জাসাবাদেও জন্য আটক করেছে পুলিশ স্থানীয়রা ও পুলিশ সূত্র কয়েকে বছর আগে একই গ্রামের রমজান আলীর মেয়ে হাবীবার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো এ নিয়ে বেশ কয়েকবার পারিবারিক সালিশি হয়েছে। গতকাল বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগড়া হয়। পরে হাবীবা রাতের যে কোন সময় স্বামীর সাথে অভিমান করে ঘরের গ্রিলের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে জিঁঞ্জাসা বাদেও জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, ঘটনাস্থল থেকে ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা তবে ময়নাতদন্তের রির্পোট পেলে যানা যাবে।